সাবেক কাউন্সিলর আশার পক্ষ থেকে
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বন্দরের মিরকুন্ডী এলাকায় সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাছিরের সুস্থতা কামনায় নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বাদ জোহর নাসিক ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়েন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি ও স্বেচ্ছাসেবক দলের নেতা জাফরের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি আবুল কালাম ও আবুল কাউছার আশা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।
আহত ছাত্রদল নেতা আকাশ আহমেদ বাছির বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী, ওমর বাবু, ২২নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সহ সভাপতি ইমরান খান, ইমাম, জাহাঙ্গীর, মনির, সুজন, সাব্বির, সবুজ।
উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর উপজেলার মুকফুলদী এলাকায় আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন শেষে যাওয়ার পথে মিরকুন্ডী করবস্থানের সামনে বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাছির সহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর অবস্থায় আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।