ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে জমি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারক উজ্জলের খপ্পরে পড়েছে শিউলী বেগম নামে এক নারী। বায়না শর্তে ২৭ লাখ টাকার মধ্যে ২৩ লাখ টাকা গ্রহণ করেও চুক্তি গ্রহীতাকে নির্ধারিত সময় জমির রেজিস্ট্রি না করে দিয়ে হয়রানি করা হচ্ছে।
এমনকি বায়না গ্রহীতার কাছ থেকে ২৩ লাখ টাকা আত্মসাৎ করতে প্রতারক উজ্জল মিয়া উল্টো গ্রহীতাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। এতে আর্থিক ক্ষতির সম্মুখীনসহ প্রতারক উজ্জলের ফাঁদে আটকে ওই নারীর পরিবারটি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রতারক উজ্জলের নামে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী পরিবার।
ভূক্তভোগী পরিবার জানান, বন্দর উইলসন রোড এলাকার গোলাম হোসেন এর ছেলে উজ্জল মিয়ার কাছ থেকে শিউলী বেগম কুশিয়ারা মৌজায় সিএস ও এসএ ১১১০ এবং আর এস ১৬৩১ নং দাগে নামজারীকৃত নালজমি ২ শতক সম্পত্তি ক্রয়ের জন্য ১৫ দিনের মেয়াদে চুক্তিপত্র সম্পন্ন হয়। সাক্ষীদের উপস্থিতিতে সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। এ চুক্তিপত্রের পর সম্পত্তির বাজার মূল্যের ২৭ লাখ টাকার মধ্যে ২৩ লাখ গ্রহণ করেন উজ্জল মিয়া। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী রেজিস্ট্রির দিন ধার্য করা হলে গ্রহীতা শিউলী বেগমকে সম্পত্তি কবলা দলিল রেজিস্ট্রি না দিয়ে পালিয়ে যান প্রতারক উজ্জল। এবং নির্ধারিত সময়ের আগে প্রতারনার আশ্রয় নিয়ে তিনি লিগ্যাল নোটিশ দিয়েছেন এবং আমরা সেই নোটিশ এর জবাবও দিয়েছি।
এ বিষয়ে উজ্জল মিয়ার ব্যবহৃত মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেনি।