ডেস্ক রিপোর্ট: স্কুলে অনুপস্থিতির জরিমানা না দেয়ায় মাহিম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
গত ১৮ মার্চ স্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষক শামসুজ্জোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল আলম।
আহত ছাত্রের মা জানান, আমার ছেলে খুব অসুস্থ্য তার জন্য সে স্কুলে যেতে পারেনি। সেদিন অসুস্থ্য শরীর নিয়ে স্কুলে গেলে অনুপস্থিতিতের জন্য ৫০ টাকা জরিমানা চান ওই শিক্ষক। আমার ছেলে সে জরিমানার টাকা বলছে পরের দিন দিবে কিন্তু কোন কথা না শুনেই ইচ্ছে মতো পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ নীলাফুলা করেছে। পরে আমার ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন নিয়ে আসছি।
আহত ছাত্র মাহিম জানান, আমি একদিন স্কুলে যাইনি এর জন্য আমার কাছে জরিমানার টাকা চেয়েছে, আমি বলেছি পরের দিন দিবো কিন্তু স্যার কথা না শুনেই আমাকে বেধড়ক পিটাতে থাকে।
এ বিষয়ে শামসুজ্জোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল আলমের মোবাইল ফোন যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে মিটিংয়ে আছে বলে ব্যস্থতা দেখিয়ে ফোন রেখে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ কাইয়ুম বলেন, এ বিষয়ে পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেনি। কোন অভিযোগ না করলে আমরা ব্যবস্থা নিতে পারি না। তবে যতটুকু শুনেছি বিষয়টি সমাধান হয়ে গেছে। পরিবারের পক্ষে থেকে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জরুল আলম বলেন, এ বিষয় শুনেছি, তবে পুরো বিষয়টি সর্ম্পকে আমি অবগত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান সভাপতি।
পরির্ক্ষাথীকে বেদরক মারধরের ঘটনায় শির্ক্ষাথীদের
মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।