নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বজ্রাঘাতে নিরব (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিরব ওই এলাকার সৌদি আরব প্রবাসী আফজাল মিয়ার ছেলে। সে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিরব স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় বজ্রাঘাতে নিরব গুরুতর আহত হয়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’