বন্দর উপজেলায় দ্রুতগতির এক বাসের ধাক্কায় আফসানা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কেওঢালা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালিগাঁও এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।
তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক বন্ধুও গুরুতর আহত হন। তিনি বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি।’ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।