জাগো নারায়ণগঞ্জ
রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান পুলিশ সুপারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়তে স্বপদে রয়ে গেছেন বলে জানা গেছে। বাংলাদেশের ডেঞ্জার জোন বলে খ্যাত চনপাড়া বস্তিতে মাদক ব্যবসা, দেহ ব্যবসা, ভূমিদস্যুতা,চাঁদাবাজি সহ নানান কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। চনপাড়া পুলিশ ফাঁড়ির ৮ মাস দায়িত্ব পালন করেছিলেন মতিউর রহমান। পরে নানান অভিযোগে তাকে রূপগঞ্জ থানায় বদলি করা হলেও উপর মহলের তদবিরে মাত্র দুই মাসের ব্যবধানে চনপাড়া পুলিশ ফাঁড়িতে চলতি মে মাসের ১ তারিখে পূনরায় যোগদান করেন মতিউর রহমান। তাকে ফিরে পেয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা আনন্দিত হয়।
এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন দেখা দেয়। কি মধু রয়েছে চনপাড়া পুলিশ ফাঁড়িতে। বারবার বদলী হলেও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত পত্রে এসআই মতিউর রহমান আড়াইহাজার থানায় বদলী করা হলেও তিনি সেখানে যোগদান না করে চনপাড়া পুলিশ ফাঁড়িতে এখনো বহাল আছে।
গত২২ মার্চ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীর দায়িত্ব পালনকালে, স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেল বাহিনীর হামলায় জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ লিটন হোসেন তাদের হামলায় রক্তাক্ত জখম হন।
এ নিয়ে আদালতের নির্দেশে রুপগঞ্জ থানায় মামলা হলেও অর্থলোভী এসআই মতিউর রহমান দীর্ঘ দেড় মাসেও কোন আসামি গ্রেফতার করতে পারেননি বরং আসামিদের বলে দিতেন আপনারা সরে পড়েন আমি এলাকায় আসছি।
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত অপারেশন) চাইলাউ মারমার সাথে সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করে ঘটনা জানালেও এসআই মতিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপারের ফোন রিসিভ করেননি।
অপরদিকে চনপাড়া বস্তির মাদক বিক্রেতা ও অপরাধীদের সাথে সখ্যতা তুলে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন এসআই মতিউর রহমান।
এ নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গত ৭ মে মতিউর রহমান কে আড়াইহাজার থানায় বদলি করা হলেও পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে চনপাড়া পুলিশ ফাঁড়িতে বহাল তবিয়তে এ রির্পোট লেখা রয়ে গেছে এসআই মতিউর রহমান।
পুলিশ সুপারের নির্দেশ অমান্য করায় এসআই মতিউর রহমানের ক্ষমতার উৎস নিয়ে পুলিশ বিভাগে নানান ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রশ্ন,এসপির নির্দেশ অমান্য করায় মতিউরের ক্ষমতার খুঁটির জোর কোথায়?