ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার ২২ এপ্রিল রাত পৌনে ১১টায় জেলার আড়াইহাজার থানাধীন বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামিবরুনা পুর্বেরটেক এলাকার মৃত. ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তাইজুলের স্ত্রী রাহিমা (৩৫) এবং তাইজুলের মেয়ে তাইরিন (১৯)কে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায় যে, রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার সাথে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে। এই সুসম্পর্ক থাকাকালে তাইজুল তার নিজ প্রয়োজনে রায়হানের কাছ ৫ লক্ষ টাকা ধার চাইলে রায়হান তাকে উক্ত টাকা ধার দেয়। পরবর্তীতে রায়হান বিদেশ থেকে এসে তাইজুলের কাছে টাকা ফেরৎ চাইলে তাইজুল টাকা ফেরৎ না দিয়ে নানা তাল বাহানা করতে থাকে। গত ২৪ মার্চ বিকাল ৫ টায় তাইজুল ফোনে রায়হানকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বিকাল ৫ টা হতে সন্ধ্যা ৭ টার মধ্যে কোন সময় তাইজুল অন্যান্যদের সহায়তায় তার দোতলা বিল্ডিংয়ের উপর তলায় রায়হানকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এই সংক্রান্তে প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার মামলা নং-১৯৭/২৫, তারিখ-২৪/০৩/২০২৫ইং। পরবর্তীতে নিহতের পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি নালিশ মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে গত ২২/০৪/২০২৫ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।