নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ও মারুফ শারমিন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর অংশগ্রহনকারী ব্রত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্ণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা পর্ষদের সৌজন্যে উপজেলার ভুলতা এলাকার ইক্বরা কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধণা অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩৪৮ জন শিক্ষার্থীকে অভিনন্দন ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্কুলের সভাপতি ক্বারী মাওলানা ফজলুল হক, সহকারী শিক্ষক হালিমা খাতুন, সিনিয়র শিক্ষক রোমানা আক্তার রুমি, সুলতানা রাজিয়া, ইসলাইল মিয়াসহ আরো অনেকে।