ষ্টাফ রিপোর্টার:
রূপগঞ্জের রাজনৈতিক দুর্বৃত্ত, গনহত্যাকারী, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবিব বাহিনী কর্তৃক অবৈধ্যভাবে ব্যবসায়ী সেলিম প্রধানের ভূমি দখলের প্রতিবাদে রূপগঞ্জ ওসি বরাবর স্মারকলিপি প্রদান।
১০ নভেম্বর রবিবার দুপুর ১টায় রূপগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বরাবর স্মারকলিপি প্রদান করেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ওরফে ডন সেলিম।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সেলিম প্রধান বলেন, সাথে বর্তমান সরকারকে আমাদের সফল করতে হবে। তাকে ব্যর্থ করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আগেও যা ছিলো এখনো তাই হচ্ছে দেশ থেকে এখনো চাঁদাবাজি মুক্ত করতে পারছে না। আমাদের দায়িত্ব এই সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সহযোগিতা করার। তার জন্য এই দেশ থেকে সকল প্রকার চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার। আমার গতকাল দুইজনের কথা ভালো লেগেছে মির্জা ফখরুল ইসলাম ও ব্যারিস্টার ফুয়াদ
এসময় তিনি আরো বলেন, তারেক রহমান আরেক বড় চাঁদাবাজ। তার নাম ব্যবহার করে এই যে যেই বিলবোর্ড, লিফলেট বিতরণ করে সরকারের প্রতি আমি অনুরোধ করবো এটা বন্ধ করুন। লিফলেট ও বিলবোর্ড লাগানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা দেন শুধুমাত্র সেখানেই এইগুলো লাগাবে অন্য কোথাও না। আমি তারেক রহমানকেও অনুরোধ করবো আপনার ছবি ব্যবহার করে অনেক জায়গায় লিফলেট এর নামে চাঁদাবাজি করে তা বন্ধ কর“ন।
রূপগঞ্জের চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সময় থাকতে আপনেরা সাবধান হয়ে যান। রূপগঞ্জকে পরিষ্কার করুন চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমিদস্যু থেকে। গত ১৫ বছর এই রূপগঞ্জের কোন মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমি একমাত্র ব্যবসায়ী সকল বিষয়ে প্রতিবাদ করেছি। তাই যারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসা করুন তারা সাবধান হয়ে যান। আমরা রূপগঞ্জকে একটি চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদকমুক্ত পরিচ্ছন্ন একটি উপজেলা চাই।
এসময় স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সেলিম প্রধানের বাড়ি ও কারখানা সংলগ্ন আড়ৎ এর জায়গাটি অবৈধ্যভাবে স্বাক্ষর নকল দলিল করে পরিমান কম দেখিয়ে ইচ্ছামত ভাড়া নির্ধারণ সহ বিভিন্ন চুক্তির মেয়াদ সহ একাধিক বিষয় উল্লেখ করে একটি জাল চুক্তিনামা করেছে মুজিবর ও হাবিব এবং তার বাহিনী। তাদের বিচারের ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট আবেদন করা হয়।