জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মাহাবুব হোসেন সানিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী রাজিব (২১)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৪ মে) রাতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের এএসপি মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১১’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে শুক্রবার রাতে জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক উপরোক্ত চাঞ্চল্যকর মাহাবুব হোসেন সানি হত্যা মামলার প্রধান আসামী রাজিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০২১ সালের ২রা আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পূর্বের ফুটবল খেলাকে কেন্দ্র করিয়া শত্রুতার জেরে রাজিব, মোঃ মাহফুজ মাফুজ মিয়া, মোঃ মাসুম মিয়া, মোঃ আল-আমিন, রনি মিয়া,সোহান মিয়া, আরিফ হোসেন,রাসেল মিয়া,আরিফ হোসেন, পারভেজ,এনামুল, জাহেদ,জাকারিয়া, শরীফ মিয়া, মোস্তাকিন, মোবারক, আরমান,রবিন,ইসমাইল এবং রাজন’সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে হাতে ধারালো চাকু, ক্রিজ, লোহার রড, রামদা, চাপাতি ইত্যাদি সহ ভিকটিম মাহাবুব হোসেন সানি (১৭)’কে গতিরোধ করিয়া আসামীরা এলাপাতাড়ীভাবে মারপিট করে। ১নং আসামী রাজিব (২১) ভিকটিমের বাম পাশে পেট বরাবর ধারালো ক্রিজ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত আঘাতে ভিকটিম ঘটনাস্থালেই মারা যায়। আসামীরা ভিকটিমের সাথে থাকা মোঃ ইমন (১৯), সাজ্জাদ মিয়া (১৯) এবং সায়েম (১৮)’সহ তাদের এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ভিকটিমকে রুপগঞ্জ থানাধীন কর্ণগোপ সাকিনাস্থ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মাহাবুব হোসেন সানি ‘কে মৃত ঘোষনা করে।
ভিকটিমের পিতা ভিকটিম মাহাবুব হোসেন সানির মৃত দেহ এলাকায় নিয়ে আসলে ভুলতা ফাঁড়ির পুলিশ সংবাদ পেয়ে মৃত মাহাবুব হোসেন সানির লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জখমী অন্যান্য ভিকটিমদের আত্মীয় স্বজন প্রাথমিক চিকিৎসার জন্য ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। পরবর্তীতে নিহত ভিকটিম এর পিতা মোঃ মিল্লাত হোসেন (৪৩) গত ০৩/০৮/২০২১ইং রুপগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬ (৮) ২১, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।