জাতি অনেক দল, অনেক নেতা ও নীতির শাসন দেখেছে; কিন্তু ইসলামের শাসন দেখে নাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদকসম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীবলেছেন, জাতি অনেক দল, অনেক নেতা ও নীতির শাসন দেখেছে। কিন্তু ইসলামের শাসন দেখে নাই। এ কারণেই স্বাধীনতার এতোগুলো বছর পরেও দেশে কাংখিত সমৃদ্ধি, সুশাসন ও মুক্তি আসে নাই। এবার সুযোগ এসেছে ইসলামকে ক্ষমতায় এনে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মান করার। তাই আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে ভোট দিন।
শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণ এর আওতাধীন নাসিক ১৬নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬নং ওয়ার্ড সভাপতি মুহা. সুলতান-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর মাটি ও গণমানুষের আস্থাভাজন নেতা, মুফতি মুহাম্মাদ মাছুম বিল্লাহ,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ বক্তা, হিসেবে উপস্থিত থাকেন, মুহাম্মাদ সুলতান মাহমুদ, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন,মুহাম্মাদ শফিকুল ইসলাম সরদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার দক্ষিণ, মুহাম্মাদ মোহাম্মদ আরিফ উল্লাহ জাদরান, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার দক্ষিণ প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে আসুন আমরা সকল বিভেদ ভুলে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে এসে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে দেশকে আদর্শ ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।