Views: 9
ষ্টাফ রির্পোটার:
নারায়নগঞ্জ শহরের আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গং দের গ্রেফতার ও উচ্ছেদ করার জন্য আবেদন জানিয়ে ডিসি ও এসপিকে স্মারক লিপি প্রদান করেছে পঞ্চায়েত কমিটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হানিফ সরদারের নেতৃত্বে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী,সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক ও নবাগত এসপিকে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ১২ ওয়ার্ড কাইন্সিলর শওকত হাসেম শকু,১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়ঃ আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটি ও বাসিন্দা। আমরা আপনাকে এই মর্মে অবগত করিতেছি যে, উক্ত পঞ্চায়েত এলাকা আমলা পাড়া গার্লস স্কুল এন্ড কলেজ বিদ্যমান ও বহু লোকজনের বসবাস। উক্ত পঞ্চায়েত এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা আসা যাওয়া করে। এছাড়া উক্ত এলাকায় বহু লোক বসবাস ও চলাফেরা করে। উক্ত এলাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে বিগত সরকার দলের লোকদের পৃষ্ঠপোষকতায় মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গংরা মাদক ব্যবসা চালাইয়া আসিতেছে। আমরা উক্ত পঞ্চায়েত এর নেতৃবৃন্দ বারংবার উক্ত মাদক ব্যবসায়ীদেরকে মাদক বেচা কেনা করিতে নিষেধ করিলেও তারা বিগত সরকারী দলের লোকজনের ছত্র-ছায়ায় থাকায় তারা পঞ্চায়েত নেতৃবৃন্দের নিষেধ অমান্য করে নির্বিচারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ও রাত্রে বেলা বিভিন্ন এলাকায় ছদ্মবেসে ডাকাতি চলিয়ে যাচ্ছে। কিন্তু গত ৫ই আগস্ট বৈষম্য কোঠা বিরোধী ছাত্র আন্দলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা আমলা পাড়া কেবি সাহা বাইলেন রোডের পঞ্চায়েত নেতৃবৃন্দ এলাকার লোকজনদেরকে নিয়ে সমাবেশ করে মাদক ব্যবসা না করার জন্য উক্ত মাদক ব্যবসায়ীদেরকে নিষেধ ও হোশিয়ারী করা হয়। কিন্তু উক্ত মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত নেতৃবৃন্দের উপর ও বাড়ী ঘরে হামলা করে এবং নেতৃবৃন্দদের রক্তাক্ত জখম করে।
উক্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ডিসি ও এসপির হস্তক্ষেপ কামনা করা হয়।