ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর এলাকার আওয়ামী লীগের ডেবিল একাধিক মামলার পলাতক আসামি আক্তার হোসেন কে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলীরটেক হতে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আওয়ামী লীগের ডেবিল আক্তার কে ছাড়িয়ে নিতে বিএনপি নামধারী কিছু লোক ডিবি কার্যালয়ে তদ্বির করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান,গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আক্তার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল।বাড়ি ঘরে হামলা,ভাংচুর, লুটপাট ছিল নিত্য ঘটনা।
গত ৫ আগষ্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ভোল পাল্টে চতুর আক্তার হোসেন বিএনপি নেতা বনে যাওয়ার অপচেষ্টা করে।
জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আনোয়ার প্রধান সহ বিভিন্ন নেতার সাথে ছবি তুলে তা প্রকাশ করে বিএনপি কর্মী হওয়ার চেষ্টা চালায়।
অপরদিকে আক্তার হোসেনের আটকের খবর শুনে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।তারা আক্তার হোসেনের উপযুক্ত বিচার দাবী করেন।