ষ্টাফ রিপোর্টার:
আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের বাসিন্দা খবুকে মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও চাঁদাবাজ উল্লেখ করে গ্রেফতার করার দাবী জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় রামনগর বিসমিল্লাহ মার্কেটস্থ ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা রাসেল প্রধান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম আজাদ,বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,খবিরউদ্দিন খবু আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচরের বাসিন্দা হলেও বক্তাবলী ইউনিয়নে এসে মাদক ব্যবসা,সন্ত্রাসী ও চাঁদাবাজি করে নিরীহ লোককে মারধর করা সহ হয়রানি করে থাকে। এছাড়াও মদ পান করে গালিগালাজ সহ নানান অপকর্ম করে থাকে।
গত ৩০ জানুয়ারী বিএনপি নেতা রাসেল মিয়া কো চাঁদার দাবীতে মারধর করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম খবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেনি।
আমরা অতি দ্রুত খবুকে গ্রেফতার করার জোর দাবী জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল হোসেন,মোকলেছ হাসান,রাহাদ প্রধান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।