ষ্টাফ রির্পোটার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তেলখিরার চর এলাকায় আওয়ামী লীগ নেতা গনি মেম্বার বাহিনীর সন্ত্রাসী হামলায় নিরীহ মুক্তার হোসেন ও তার স্ত্রী গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া ও খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে মোঃ মোক্তার হোসেন, পিতা-মৃত আব্দুল হামিদ মাদবর, ঠিকানা-তেলখিরার চর, পোঃ আলীরটেক উল্লেখ করেন, বিবাদী ওসমান গণি মেম্বার, (আওয়ামীলীগের ০৩ নং ওয়ার্ড সভাপতি) পিতা-মৃত আব্দুল হামিদ মাদবর, মাতা-মৃত দিল বাহার বেগম, রহমান, পিতা-ওসমান গণি মেম্বার, মাতা- রহিমা বেগম,আমির, পিতা-আব্দুল হামিদ, মাতা-দিল বাহার, বাদশা মিয়া, (আওয়ামীলীগের ০৩ নং ওয়ার্ড সেক্রেটারী) পিতা-মৃত ফটিক চান, সোহেল, পিতা-বাদশা মিয়া, মাতা- রুফিজা, কামাল, (যুবলীগ এর ০৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক) পিতা-ফটিক চান, মাহারুফ, পিতা-সাগর, হাকিম, (যুবলীগের ০৩ নং ওয়ার্ড সভাপতি)পিতা-আক্কার আলী, সর্ব ঠিকানা-তেলখিরার চর, পোঃ আলীরটেক, থানা-নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। উপরোক্ত বিবাদীগন ০২/০৪/২০২৫ইং তারিখ বিকাল ৪.৩০ ঘটিকার সময় আমার বাসায় আসিয়া অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোক দেশীয় অস্ত্র দ্বারা আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথারী ভাবে মারধর করে জখম করে। পরবর্তীতে এলাকার লোকজন আসিয়া আমার স্ত্রীকে ভিক্টরিয়া হাসপাতালে নিয়ে এখনও চিকিৎসা করে।
জোর পূর্বক বাসায় আসিয়া ঘরের মালামাল ভাংচুর করে। আলমিরা থেকে নগদ ২০,২০,১২০/-(বিশ লক্ষ বিশ হাজার একশত বিশ) টাকা সহ ঘরে রক্ষিত ২০ ভরি স্বর্নালংকার (চেইন, আংটি, হাতের রোলিং) ১নং ও ২নং আসামী টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। যাওয়ার সময় বলে যে, তোকে, তোর সন্তান ও তোর স্ত্রীকে জীবনে মেরে ফেলবে বলিয়া হুমকি প্রদান করে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।
উপরোক্ত বিষয় বিশেষ বিবেচনা করিয়া ন্যায় বিচারের স্বার্থে আপনার থানায় অভিযোগটি গ্রহণ করিয়া উপরোক্ত টাকা ও স্বর্নালংকার উদ্ধার সহ আইনগত ব্যবস্থা গ্রহণে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।