জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আলীরটেকের বাসা হতে বের হয়ে বাড়ি ফিরে আসেনি আব্দুল্লাহ নামে এক যুবক। এ ব্যাপারে নিখোঁজের মা মাসুমা জাহান বাদী হয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর ২৭৮ তারিখ ৫/৬/২০২৪ ইং।
জিডি সুত্রে জানা যায়, মাসুমা জাহান পিতা আশেক আলী সরকার, মাতা খাদিজা, ঠিকানা (স্থায়ী) সরকার বাড়ী, গ্রাম-আলির টেক, ইউনিয়ন/আলির টেক, থানা ও জেলা নারায়নগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরী করিতেছি যে, আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আলীরটেক সরকার বাড়ী এলাকায় আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান সহ স্ব-পরিবারে বসবাস করি। গত ইং ০৪/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার ছেলে আব্দুল্লাহ (২১) আলীরটেক সরকার বাড়ী সাকিনস্থ আমার বসত বাসা হইতে কাউকে কিছু না বলিয়া বাহির হইয়া অধ্যবদি বাসায় ফিরে আসে নাই। আমার ছেলের ব্যবহৃত মোবাইল 01923939385 নাম্বারে যোগাযোগের চেষ্টা করিলে নাম্বারটি বন্ধ পাই। আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে অনেক খোজাখুজি করিয়াছি। কিন্তু কোথাও খুজে পাওয়া যায় নাই। বর্তমানে খোঁজাখুজি অব্যাহত আছে।
নিখোঁজ ব্যক্তির বর্ণনাঃ নাম- অব্দুল্লাহ, বয়স-২১, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যাম বর্ণের মুখমন্ডলঃ গোলাকার, চুলের রং কালো, আকাশি রজের টি-শার্ট ও কালো রঙ্গের জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় নিখোঁজ হয়।
কেউ কোন সন্ধান পেয়ে থাকলে নিন্ম নাম্বারে ০১৭৭১০৩৮৫১০ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।