Views: 8
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের হত্যা মামলার মোঃ আল আমিন কে কোর্টে প্রেরন করেছে সদর মডেল থানা পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে সদর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলা নং-১০ এর আসামী হিসেবে কোর্টে প্রেরন করে পুলিশ।
এর আগে শনিবার দুপুর ১২ টায় আলীরটেকের ক্রোকেরচর এলাকা হতে এসআই সেলিম মাহবুব ও এসআই রফিক সঙ্গীয় ফোর্স সহ আল আমিনেেক আটক করতে সক্ষম হয়।
আল আমিন ক্রোকেরচর এলাকার মোঃ জয়নাল আবেদীন ও মাজেদা বেগমের পুত্র।
আটক আল আমিনের বিরুদ্ধে জুলাই- আগষ্ট মাসে শেখ হাসিনার দোসর হিসেবে ছাত্র- জনতার আন্দোলন দমাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে ছাত্র – জনতার হত্যা ও হত্যার প্রচেষ্টার ঘটনায় ফতুল্লা মডেল থানা,সদর মডেল থানায়, সিদ্ধিরগঞ্জ থানায় ৩/৪ টি মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানায় মামলা নং- ১৫, তারিখ ১০/৯/২০২৪ আসামী নম্বর-৩১,ফতুল্লা মডেল থানায় মামলা নং-২৮ তারিখ-২৩/১০/২০২৪ আসামী নম্বর-১২০,সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪১,আসামী নম্বর -৬৫,নারায়নগঞ্জ সদর মডেল থানায় মামলা নং- ১০ উল্লেখযোগ্য।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পুলিশ কর্তৃক আটক আল আমিনের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ভূয়া জন্মসনদ,আইডি কাড তৈরীর কারনে ইউএনও কর্তৃক আটক হয়ে ফতুল্লা মডেল থানা পুলিশে সোপর্দ করেছিল। ইউপি মেম্বার আব্দুল মান্নান ভেন্ডার লক্ষাধিক টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে নিয়েছিল। এছাড়াও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে আল আমিনের বিরুদ্ধে।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আল আমিন নিজেকে রক্ষায় বিএনপির কিছু নামধারী নেতাদের ম্যানেজ করে মহানগর ও জেলা পর্যায়ে কিছু নেতাদের সাথে ছবি তোলে সেটাকে প্রচার করছে আমি বিএনপি।
কিন্তু আলিরটেক ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, আলামিন কৃষকলীগের আলীরটেক ইউনিয়নের বর্তমান আহবায়ক।
এমনকি জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট ওয়াজেদ আলী খোকন, সদর থানা কৃষক দলের সভাপতি কাশেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহমেদকে অতিথি করে ক্রোকেরচর বাজারে বিশাল জনসভা করেছিল।
এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা হতে নিজেকে রক্ষায় বিএনপির নাম প্রচার করছে।
এ ব্যাপারে সদর মডেল থানার এসআই সেলিম মাহবুব বলেন,আল আমিনকে গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ মামলা থাকায় কোর্টে প্রেরন করা হয়েছে।