ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও রেলিতে যোগদান করেছে আলীরটেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল তিন ঘটিকায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও পরে র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ ও র্যালীতে আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা কর্মী সমাবেশে যোগদান করে।
এ সময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জুলহাস হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, সেলিম প্রধান প্রমুখ।