জাগো নারায়ণগঞ্জ
ফিলিস্তিন নীরিহ জনসাধারণের উপর বর্বর জাতি ইসরায়েল কর্তৃক বোমা হামলা করে হত্যাকান্ড বন্ধ ও মানবিক সাহায্য করার দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে যোগদান করেছে আলীরটেক ইউনিয়ন ৫নং বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ জুলাই) শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি মিছিল যোগদান করে।
সেই সমাবেশে আলীরটেক ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই যোগদান করেন।
তারা অবিলম্বে ফিলিস্তিনদের উপর বর্বর বোমা হামলা বন্ধ ও আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু ও হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবী করেন।