ষ্টাফ রির্পোটার
এম আর সাংস্কৃতিক একাডেমীর ১১তম প্রযোজনায় গুণী শিল্পি রোমানা হক সাথীর সংবর্ধনা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনিছুর রহমান আনিছ,সভাপতি শহীদ জিয়া গবেষনা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক সফর আলী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান রনি সদস্য সচিব, যুবদল নারায়ণগঞ্জ জেলা।
শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মিলিত নাট্য জোট নারায়নগঞ্জ জেলা সভাপতি মাসুমুল হক সোহেলের সভাপতিত্বে ও মামুনুর রশীদ সুমনের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহফুজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জ, শাহরিয়ার চৌধুরী ইমন যুগ্ম সম্পাদক, সদর থানা বিএনপি, গোলাম কিবরিয়া সাবেক সহ-সভাপতি, যুবদল, মহানগর নারায়ণগঞ্জ, মনোয়ার হোসেন শোখন সদস্য বিএনপি আহ্বায়ক কমিটি, মহানগর নারায়ণগঞ্জ,মোঃ জাহাঙ্গীর রনি সভাপতি, জাতীয়তাবাদী প্রজন্মদল বক্তাবলী ইউনিয়ন,মোঃ আক্তার হোসেন সহ-সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি, হুমায়ুন কবির ব্যবসায়ী ও সমাজসেবক,এস.এম শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মনির হোসেন নিমাই সাবেক সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্যকর্মী জোট নাঃগঞ্জ,জিকো খান সভাপতি, জাসাস, সদর থানা নারায়ণগঞ্জ, মোঃ আশরাফ উদ্দিন সভাপতি চড়ুইপাখি নাট্যগোষ্ঠী।
পরে অসহায় নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।