জাগো নারায়ণগঞ্জ:
সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কম প্রকাশিত ও পরিবেশিত সংবাদটি স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতারক মোশারফ হোসেন রুবেলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল। পাঠকদের অনুরোধে সংবাদটি আবারো তুলে ধরা হলোঃ অসম সম্পর্ক কখনই সুখকর হয় না । এমনটা আবার প্রমাণ হলো নারায়ণগঞ্জ শহরের আলোচিত সমালোচিত ব্যবসায়ী বাবুল প্যাকেজিং এর কর্ণধার মোশারফ হোসেন রুবেলের ক্ষেত্রে ।
নারায়ণগঞ্জ শহরের শহরের ২নং রেল গেইট এলাকার পলিথিন বাবুলের আকস্মিক অর্থনৈতিক উত্থান দেখে অনেকেই হুমড়ি খেয়ে পরেন বাবুলের পাশে। নিকটাত্মীয়দের মধ্যে মোশারফ হোসেন রুবেল বাবুলের মেয়েকে বিয়ে করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যা
শহরের প্রাণ কেন্দ্র ডায়মন্ড হল চত্ত্বরে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গিয়ে ধরাকে সরা জ্ঞান মনে করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে নারায়ণগঞ্জ শহরের অনেক ব্যবসাযীর কাছে থেকে কোটি কোটি টাকা ঋন নিয়ে সটকে পরেন নারায়ণগঞ্জ থেকে।
মোশারফ হোসেন রুবেলের এমন কোটি কোটি টাকা ঋণের ঘটনায় নারায়ণগঞ্জ শহরের ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে । এমন ঘটনায় নগরীর অনেক ব্যবসায়ী বলেন, নারায়ণগঞ্জ যে মগের মুল্লুক এটা আবারো প্রমাণ করলো রুবেল। এর আগেও সজল সাহার মতো এক প্রতারক এই শহরের অনেক বাঘা বাঘা নেতাদের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর রুবেল পালিয়েছে নারায়ণগঞ্জ থেকে।
এমন প্রতারনা বিষয়ে জানতে রুবেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার সাথে আমার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। আমার স্ত্রী আমার বড় ভাইয়ের মেয়ে ছিলো। টাকা নিয়ে ঝামেলা হওয়ায় আমার সাথে তালাক হয়ে গেছে বাবুলের মেয়ের সাথে। আমি এখন ঢাকায় থাকি।