ষ্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ।
৭ এপ্রিল সোমবার সকালে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ শহরে এ বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের তৌহদি জনতা ও নারায়ণগঞ্জ উলামা পরিষদ ব্যানারে।
‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’ সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নারায়ণগঞ্জ শহর।
এসময় বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে গাজায় ইসরোয়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ফিলি¯িস্তনের স্বাধীনতা, গাজায় গণহত্যার বিচার নিশ্চিত করতে মুসলিমবিশ্ব, ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারীরা।