এলাকাবাসীর তীব্র ক্ষোভ, অসন্তোষ
ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে ৯ টি গরুর হাট বসানোর জন্য ডিসির বরাবর আবেদন করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ খবর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
তারা মনে করেন গরুর হাট গুলোতে অনবরত মাইক বাজানোর কারনে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে এবং অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়বে। তাই তাদের দাবী গত বছর যে সকল স্থানে গরুর হাট বসেছিল সে গুলো ছাড়া যেন আর কোন নতুন গরুর হাটের অনুমোদন জেলা প্রশাসক না দেন।
একটি সুত্র হতে জানা যায়, ছোট পরিসরের গোগনগর ইউনিয়নে এবার মোট ৯টি পশু হাটের আবেদন করা হয়েছে।
যার কারনে এলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেননা তাদের ধারনা এত গুলো হাট যদি অনুমোদন হয় তাহলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী। আবার অনেকে এটাও বলছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে এত হাট বসানোর চিন্তা ও করেনি কেউ।
কারন ছোট একটি ইউনিয়ন এত হাট অনুমোদন দেয়ার কারন ব্যাখ্যা করতে পারছেন না কেউ কেউ। এতে করে গরু নিয়ে টানাটানির কারনে বিএনপির মধ্যে মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
৩নং ওয়ার্ডেই ৪টি গরুর হাট বসানোর জন্য আবেদন করা হয়েছে। এছাড়াও ৪,৫,৮ ও ৯ নং ওয়ার্ডে হাট বসানোর জন্য আবেদন করা হয়েছে। ৯ টি হাট বসানোর আবেদন নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক তদন্ত করে বিগত বছর গুলোতে যে যে স্থানে পশুর হাট বসেছিল সে স্থান গুলো ছাড়া যেন অন্য কোন জায়গায় পশুর হাট বসানোর অনুমতি প্রদান না করেন সে দাবী জানিয়েছেন সচেতন গোগনগর ইউনিয়ন বাসী।