জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার নাসিক ১৮ নং ওয়ার্ডের শহীদনগরে গোগনগর সমাজকল্যাণ পরিষদ দখলে নিয়েছে কয়েকজন দূর্বৃত্তরা।
শহীদ নগর এলাকার মৃত মালেক ভূইয়ার পুত্র মোঃ বজলুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তদন্ত দেয়া হয়েছে এসআই ওলিয়ার রহমানকে।
অভিযোগ সুত্রে জানা যায়, মৃত মালেক দেওয়ানের পুত্র আতাবর হোসেন,মৃত সিদ্দিক ড্রাইভারের পুত্র সালাউদ্দিন, মৃত মোশারফ হোসেনের পুত্র জুমরাতুল হোসেন মিঠু, মৃত আমির হোসেন দেওয়ানের পুত্র রবি হোসেন দেওয়ান সর্ব সাঃ শহিদনগর থানা ও জেলা নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি সহ গোগনগর সমাজ কল্যাণ পরিষদের ২০ জন সদস্য গত প্রায় ১৩-১৪ বছর যাবৎ গোগনগর সমাজকল্যাণ পরিষদের মিলনায়তনে কক্ষটি ওপেন টেন্ডারের মাধ্যমে অগ্রিম ভিত্তিতে বাড়ার বরাদ্ধ পাইয়া নগদ সর্বমোট ৮.৫০,০০০/-(আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অগ্রিম প্রদান করিয়া অত্র মিলনায়তন কক্ষটি পরিচালনা করিয়া আসিতেছি।
উক্ত মিলনায়তন কক্ষটি পরিচালনার জন্য আমরা সকলে প্রায় ১০লক্ষ টাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সংযোজন করি।
কিন্তু গত ইং ০৬/০৮/২০২৪ তারিখ বেলা অনুমান ১১:৩০ ঘটিকার সময় উল্লেখিত সকল বিবাদীগণ আমাদের অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহিদনগরস্থ গোগনগর সমাজ কল্যাণ পরিষদের দরজার তালা ভাঙ্গিয়া অনধিকারে প্রবেশ করিয়া উক্ত মিলনায়তন কক্ষটি দখল করিয়া নেয়। পরবর্তীতে সংবাদ পাইয়া আমি ও অন্যান্য সদস্যগণ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়া অত্র মিলনায়তন কক্ষে উপস্থিত হইয়া বিধানীগণকে বাধা নিষেধ করিলে বিবাদীগণ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের নাম ব্যবহার করিয়া আমাদের সহিত খারাপ আচরন করে এবং আজকে থেকে অত্র মিলনায়তনের সকল প্রকার কার্যক্রম সহ ভাড়া দেওয়া নেওয়া ও আয়-ব্যয়ের হিসাব বিবাদীগণের নিয়ন্ত্রনে থাকবে বলিয়া জানায়। তখন বিবাদীগণ আরো বলেন যে, উক্ত বিষয়ে কেহ কোন বাধা নিষেধ করিলে বড় ধরনের ক্ষতি সাধন সহ খুন জখম করিবে। বিবাদীগণ বর্তমানে জোরপূর্বক ভাবে অত্র মিলনায়তন কক্ষ সংস্কার ও রং কাজ পরিচালনা করিতেছেন। বিবাদীগনের এইরূপ কর্মকান্ডের ফলে আমরা নিরুপায় হইয়া প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।