স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের উদ্যোগে বিজয় দিবস র্যালীতে যোগদান করেছে জিয়া পরিষদ নারানগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার( ১৬ই ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলমাস পয়েন্ট থেকে আনন্দ র্যালী নিয়ে চাষাড়া বিজয়স্তম্ভে এসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ইকবাল মাহমুদ মেম্বার ও সাধারণ সম্পাদক মোঃ শিশির এর নেতৃত্বে আনন্দ র্যালীতে যোগদান করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাকিব হাসান, জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি শচীন ফকির, সাধারণ সম্পাদক মুজাহিদ সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।।
এ সময় জিয়া পরিষদের সভাপতি ইকবাল মাহমুদ মেম্বার বলেন, নারায়ণগঞ্জের মানুষের প্রাণপ্রিয় নেতা, বিএনপির দুঃসময়ের কান্ডারী, সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের নির্দেশে আজকে আমরা স্বাধীনতার দিবসে আনন্দ র্যালীতে যোগদান করেছি।
আগামীতেও জাকির খানের ডাকে যেকোনো অনুষ্ঠানে যোগদান করে সফল করে তুলবো। অবিলম্বে জনপ্রিয় নেতা জাকির খানের মুক্তির দাবি করেন জিয়া পরিষদ নেতা ইকবাল মাহমুদ মেম্বার।