স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা সদ্য কারামুক্ত জাকির খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জাকির খানের দেওভোগের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন মন্দিরের মহারাজ সহ ভক্ত বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, রাম সীতা মন্দিরের মহারাজ শ্যামল মোহন্ত, এডভোকেট রাজীব মন্ডল, লক্ষী নারায়ণ আখড়ার মহারাজ দীপঙ্কর চক্রবর্তী, বাদল চন্দ্র সাহা, দিলীপ কুমার সাহা, ঝুলন চক্রবর্তী, গোপীনাথ সাহা, নিখিল ঘোষ, ভজন মন্ডল, সঞ্জয় ঘোষ, ইসকনের পক্ষে দিলীপ দাস, প্রদীপ দাস ও সঞ্জয় রায় সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় জাকির খান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকল ধর্ম বর্নের মানুষ সহবস্থান করে থাকে।
আমরা একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করি যা বিশ্বে কোথাও দেখা যায় না।
হিন্দু সম্পদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি আমার সাধ্য মোতাবেক আপনাদের পাশে থেকে সহযোগিতা করে যাবো। এজন্য আমি আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।