ষ্টাফ রিপোর্টার:
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, আপনারা আমাকে উন্নয়নের জন্য আনছেন উনয়়ন করতে দেন। একজনের অসুবিধা হলেও হাজার হাজার মানুষের উপকার হলে আমি সেটাই করবো। এজন্য আপনারা যদি আমাকে ভোট নাও দেন তাতে কিছু যায় আসবেনা।
কারো সাথে পিরিত করে উন্নয়ন করবো না। আপনি সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করবেন আমি বাধা দিবনা তা হবে না।
তবে অন্য লোক দেয়াল করলে তারা তো বলবে আপনি তাদের বাধা দেননি কেন? মেম্বারা ভোটের জন্য নীরব থাকে ভোট নষ্ট হবে বলে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্য আরো বলেন, চেয়ারম্যান মেম্বাররা উন্নয়নের স্বার্থে যখন যে এমপি বা ডিসি থাকেন তাদের কাছে যেতে হয়। এর মানে এই নয় সে সে দলের নেতা বা কর্মী হয়ে গেছে।
আমার এলাকার উন্নয়নের জন্য যে কারো কাছে যেতে আমি প্রস্তুত আছি। এতে আমাকে যত অপবাদ দেওয়া হোক না কেন আমি মাথা পেতে নেবো।
ডিক্রীর চরের কিছু ক্রিমিনাল তাদের বাবাদের কাছে আমার নামে বিচার দেয় কিন্তু তারা জানে আমি কি?
আগামীতে আপনারা আমাকে ভোট নাও দেন যতদিন আছি আপনাদের সেবা করে যাবো। শহরের মানুষ আমাদেরকে চৌউরা বলে ডাকে। এটা আমার কাছে খারাপ লাগে। তাই আমি চাই আমার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন বেশি হোক। আগে আপনারা জমির আইল দিয়ে যেতেন, পায়ে হেঁটে, এখন গাড়ি নিয়ে বাসায় যেতে পারেন। আগে জমি ছিল ১০ হাজার টাকা এখন শতাংশ হয়েছে ৭ লাখ টাকা। আপনাদের প্রয়োজনে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। একটি দেশের উন্নয়নের জন্য বেশি প্রয়োজন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়ন। এগুলো হলে কোন জাতি পিছিয়ে পড়বে না।আমি আমার জন্য নয় এলাকাবাসীর উন্নয়নে কাজ করি। আমি এক শতাংশ জমি কিনিনি। আপনারা লাভবান হোন এটা চাই। আগামীতে আলীরটেক বা বক্তাবলীতে ব্রীজ হোক সে চেষ্টা করবো। যেই এমপি হয়ে আসুক তার কাছে যাবো।
মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি মেম্বার ও সমাজ সেবক আব্দুল কাদির মৃর্ধা, বাচ্চু মেম্বার, ওহাব ফরায়েজী, আলিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বর্তমান ইউপি মেম্বার ওসমান গনি, আব্দুল মান্নান ভেন্ডার, ওয়াহাব সরকার,সমাজসেবক জিলানী মাতবর, আমির হোসেন ভূঁইয়া, শরিফ উদ্দিন, নাসির উদ্দিন, রতন মাদবর, সাবেক মেম্বার আব্দুল মতিন, আলীরটেক ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ সরদার, যুবদল নেতা মোঃ খোরশেদ আলম, রুহুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।