ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বৈধ কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মাষ্টার ও সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম।
রবিবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় উকিলপাড়ায় সাংবাদিক সম্মেলনে এবিএম আজহারুল ইসলাম বলেন,তাদের (সদর থানা) আওয়ামী লীগের কমিটির অনুমোদন নাই।তারা আমাদের বাতিল করার কে।সদর থানা আওয়ামী লীগ থেকে বারবার বহিস্কৃত মোহাম্মদ উল্লাহ আল মামুন টাকার বিনিময়ে দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই একমাত্র ব্যক্তি মামুন এর আগে নৌকা প্রতীক ডুবানোর জন্য গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে।
মামুনের এখতিয়ার নাই বৈধ কমিটি ভেংঙ্গে অবৈধ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া।এটা কেন্দ্রায় আওয়ামী লীগের হাই কমান্ড কে লিখিত ভাবে অবহিত করবো।
গত শুক্রবার (১৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে আমি,জসিম ভাই সহ নেতাকর্মীরা নাসিম ওসমান সেতু সংলগ্ন গোল চত্বর ছিলাম। তখন মামুন,মজিবর কোথায় ছিল।
যেখানে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্তৃক হুমকির মুখে সেখানে অর্থলোভী মামুন দলের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে নিজ স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে দলে বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করছে।আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে মামুনের অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই আজিজ মাষ্টার ও আজহারুল ইসলাম এর কমিটি আছে ও থাকবে।
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাষ্টার চট্টগ্রামে অবস্থান করায় মুঠোফোনে সাংবাদিকদের বলেন,মামুন ও নাজির উদ্দিন আহম্মেদ কমিটির অনুমোদন নাই।তারা কে কমিটি বাতিল করার।আমি তাদের এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।