জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের নতুন সৈয়দপুর কবরস্থানের নিরাপত্তা দেয়াল নির্মাণ, সৌন্দর্য বর্ধন ও ঈদগা মাঠের চারদিকের দেয়াল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে বিপুল পরিমান টাকা ব্যয়ে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এ ব্যাপারে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজল আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য একেএম ওসমান সাহেবের সার্বিক সহযোগিতায় গোগনগর ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়নে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে।
এদের মধ্যে নতুন সৈয়দপুর কবরস্থানের চতুর্দিকের নিরাপত্তা বেষ্টনে দেয়াল নির্মান,সৌন্দর্য বর্ধন ও ঈদগাহ মাঠের চারদিকের দেয়াল নির্মাণ কাজ এগিয়ে চলছে।
সদর উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর কবরস্থান হবে এই স্থানটি। তিনি আরো বলেন, জনগণের সহযোগিতা পেলে যে কোনো কাজই সহজলভ্য হয়।
আমি আমার ইউনিয়নবাসী, পরিষদের মেম্বারদের সহযোগিতায় উক্ত কবরস্থান ও ঈদগায়ের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি উক্ত কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।