ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের খানপুরের একটি পুকুর থেকে সিফাত(২০) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ।
৪ সেপ্টেম্বর বুধবার সকালে খানপুরের বউবাজার সংলগ্ন সিটি কর্পোরেশনের মালিকানাধীন পুকুর থেকে উদ্বার করা হয় এ লাশটি
এলাকাবাসী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে প্রেরণ করে।
নিহত সিফাত শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। সে এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। গত ১ সেপ্টেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি কারখানায় নাইট শিফটের কাজে যোগ দেয় সিফাত।
বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে সিফাতের মা এসে লাশ শনাক্ত করেন। মৃত সিফাত সাঁতার জানতো না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।