ষ্টাফ রিপোর্টার:
শহরের দ্বিগু বাবুর বাজারের নিয়ন্ত্রন নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জনকে কুপিয়ে জখম করা ছাড়াও কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে নীলাফুলা জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৫ আগষ্ট) ভোর চারটায় নগরীর দ্বিগ বাবুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে ভূইয়ার বাগ হাজ্বী গলির বাসিন্দা শুক্কুর ও আশিক একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযোগে উল্লেখ করা হয়, নিম্নোক্ত বিবাদীগণ নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। আমরা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ অত্র থানাধীন দীগু বাবুর বাজার এলাকায় (তরকারি) কাচা মালের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর থেকে উপরোক্ত বিবাদীগণ আমাদের নিকট হইতে চাঁদা দাবী করে আসছে। বিবাদীগণ আমাদের নিকট হইতে চাঁদা দাবী করে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে। বিবাদীগণদের দাবীকৃত চাঁদা না দিলে আমাদের ব্যবসা পরিচালনা করতে দিবে না মর্মে হুমকি প্রদান করে। বিবাদীগণ প্রতিনিয়ত বাজারে আসিয়া আমাদের ব্যবসা পরিচালনায় বেঘাত ঘটানো সহ বিভিন্ন ঝামেলা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ (রবিবার ২৫ আগষ্ট) ভোর অনুমানিক ৪ টার সময় অত্র থানাধীন কালির বাজার শায়েস্তাখান রোডস্থ আমাদের কাঁচা মাল (তরকারি) বিক্রয়ের সময় গলাচিপা ডিএন রোডের বাসিন্দা জোহাব মিয়ার ছেলে আমির হোসেন,জবেদ আলী শেখের ছেলে হারুন, হারুন ওরফে পোটলা হারুনের ছেলে নীরব ও মিষ্টার, আবুল কালামের ছেলে আরিফ ও রাকিব,মানিক মিয়ার ছেলে সহিদ,লতিফ মিয়ার ছেলে আূমজাদ এবং আমজাদের দুই ছেলে হাসান ও হোসেন, লালু মিয়ার ছেলে ফাহিম,রমজানের ছেলে আবির,কবীরের ছেলে আলিফ,বোয়ালিয়া খাল এলাকার শরিফুলের ছেলে পায়েল দেওভোগ বাজনা পাড়া আক্তারের ছেলে রাজন,জল্লাড়পাড় নাজমুল ও আবেবিল,নাহিদ ও রবিলাল নিম্নোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন মিলিত হয়ে আচমকা আমাদের উপর হামলা করে। বিবাদীগণ বাজারে এসে কোন কিছু না বলে আমাকে এলোপাথারী মারধর শুরু করে। বিবাদীগণ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাজারের ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীদের মারধর করে। মারধরের একপর্যায়ে ১৬নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে আঘাত করে আমার ডান হাতে গুরুতর কাটা জখম করে। বিবাদীগণ আমার ছেলে মুন্না (২৭) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ছেলের মাথায় ও পিঠে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং আশিক এর পায়ে কুপিয়ে তার বাম পায়ে গুরুতর কাটা জখম করে। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলাফুলা জখম করে। পরবর্তীতে আমাদের আর্তচিৎকারে আশেপাশের ব্যবসায়ীগণ এগিয়ে এসে থানায় ফোন করলে বিবাদীগণ আমাদের হুমকি-ধমকি দিয়ে স্থান ত্যাগ করে।
বিবাদীগণ এই মর্মে হুমকি প্রদান করে যে, তারা বিএনপি দলের নেতা, তাদের দল ক্ষমতায় আসছে তাদের কোন আইন কিছু করতে পারবে না। বিবাদীগণ উক্ত স্থান ত্যাগ করার পর আশেপাশের ব্যবসায়ীগণের সহযোগীতায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে সকলে সাধারণ চিকিৎসা গ্রহণ করে এবং আমার অবস্থা গুরুতর হওয়ায় আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করে। তাই তাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে উক্ত বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।