ষ্টাফ রির্পোটার
নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত প্রধান আসামী টিপু সুলতান কে গ্রেফতার করেছে রেব- ১১ এর একটি চৌকস দল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ফতুল্লার পুলিশ লাইন এলাকা হতে টিপু সুলতান কে গ্রেফতার করে সদর মডেল থানায় সোপর্দ করে।
জানা যায়, ৩২ এইচ কে ব্যানাজী রোড এলাকার মৃত কামরুল ইসলামের পুত্র টিপু সুলতান পূর্ব শত্রুুতার জের ধরে ডাঃ সাদিয়া আফরিনকে হত্যার উদ্যোশ্য মাথায়,শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে ডাঃ সাদিয়া আফরিনের স্বামী আল আমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে মামল দায়ের করলে আদালত টিপু সুলতান সহ সকল আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করলে দীর্ঘদিন যাবত পলাতক ছিল টিপু সুলতান।
অবশেষে রেবের জালে বন্দী হলো টিপু সুলতান।
সদর মডেল থানা পুলিশ জানায় রেব টিপু সুলতান নামে এক আসামীকে থানায় দিয়েছে।তাকে কোর্টে প্রেরন করা হবে।