প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গভীর এবং সমবেদনা প্রকাশ করেন।
আজ ০২ জানুয়ারি, বুধবার গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। আমরা তাকে নাট্যকর্মী দিদারুল ইসলাম চঞ্চলের হত্যাকান্ডের আমাদের সাথে দাড়িয়ে তিনি চঞ্চল হত্যার বিচার চেয়েছেন। প্রতিবাদ করেছেন। বিগত সাড়ে ১৫ বছর ওসমান পরিবার নারায়ণগঞ্জকে গুম-খুন-সন্ত্রাসের নগরীতে পরিণত করেছেন। নারায়ণগঞ্জের সচেতন নাগরিকরা ওসমান পরিবারের অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরও অত্যাচারের শিকার হতে হতো। সমাজের বিভিন্ন অন্যায়ে সাংবাদিক তোফাজ্জল হোসেন যথাসাধ্য প্রতিবাদ করতেন। সাংবাদিক হিসেবে তিনি চেষ্টা করেছেন দৈনিক ইয়াদে সত্য ও অন্যায়ে বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে।
আমরা তোফাজ্জল হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তোফাজ্জল হোসেনের ভূল-ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন।
আজ সকালে থানা পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিক তোফাজ্জল হোসেনের মরদেহ দেখতে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ যান। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।