প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১১’র অভিযানে বন্দরের চানপুরে ২৯৮ বোতল ফেন্সিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে। রবিবার ( ১লা সেপ্টেম্বর ) রাত প্রায় ৩টায় হাসানকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সৈয়দ মোহাম্মদ হাসান নোয়াখালী কবির হাটের নতুন সাজের হাট এলাকার সৈয়দ জহিরউদ্দিনের ছেলে।
র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের চানপুর এলাকা থেকে ২৯৮ বোতল ফেন্সিডিলসহ হাসানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।