Views: 12
ষ্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উপলক্ষে গোগনগর বাড়িরটেক পশুর হাটের ইজারাদার ইবনে মোঃ আল-কাউছারের বিরুদ্ধে দেলোয়ার হোসেনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মূলক অভিযোগ দায়ের এবং পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানি করা প্রসঙ্গে সুষ্ঠ তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছে হাট গ্রহীতা মো.ইবনে মো.আল কাউসার।
মঙ্গলবার ( ৯ জুলাই ) ইউএনও বরাবর উক্ত লিখিত আবেদনে সদর থানাধীন সৈয়দপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হামজার ছেলে মোঃ ইবনে মোঃ আল-কাউছার উল্লেখ করেন যে,বিগত ১২/০৬/২০২৪ ইং তারিখে আপনার দপ্তর হইতে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটে ৩ দিনের জন্য ইজারা প্রাপ্ত হইয়া ও আপনাদের শর্তাবলী পালন করিয়া এবং বর্জ্য অপসারন করিয়া শান্তিপূর্ণ ভাবে পশুর হাট পরিচালনা করি। মোঃ দেলোয়ার হোসেন (মোবাঃ ০১৯৩২৯১১৩@@), পিতা মৃত আবদুল মালেক বেপারী সাং- বাড়ীরটেক, থানা ও জেলা নারায়ণগঞ্জ, ‘আমি ইজারা প্রাপ্ত হওয়ায় সে আমাকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বিগত ২৪/০৬/২০২৪ ইং তারিখ কাল্পনিক, মনগড়া ও মিথ্যা তথ্য দিয়ে এবং পুনরায় বিগত ০৮/০৭/২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ হইতে প্রকাশিত দৈনিক রুদ্রবার্তা পত্রিকায় আমার বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা দাবী করিয়া একটি সংবাদ প্রকাশিত করে আমাকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করে। আমি ইজারা প্রাপ্তির সাথে দেলোয়ারে সহিত হাটের বিষয়ে কোন লেনদেন ছিলনা, আপনার দপ্তর হইতে হাটের ইজারা প্রাপ্ত হওয়ায় এবং সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করায় আমার প্রতি ক্ষুব্ধ হইয়া অভিযোগকারী দেলোয়ার হোসেন নানান ভাবে হয়রানী এবং আমার বিরুদ্ধে পত্রিকায় কাল্পনিক, মনগড়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত আবেদন করিতেছি।
কাউসার উপরোল্লিখিত বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও’র কাছে আবেদন করেন।করিতে মর্জি হয়। ইউএনও ছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর এর অনুলিপি প্রেরন করেছেন।