ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বার একাডেমি স্কুলের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের নিয়োগ পত্র বাতিল ও স্কুল বাচাঁনোর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার, প্রাক্তন শিক্ষার্থী ও বৃহত্তম এলাকাবাসী।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় মাসদাইর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি রিয়াজ খান মিন্টুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী লুৎফর রহমান, চাদেঁর হাট নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
বক্তারা বলেন,দূর্নীতিবাজ প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের দূর্নীতি ও কারচুপির মাধ্যমে নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরের নিয়োগ পত্র বাতিল ও সকল দূর্নীতির অডিট করতে জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবী জানান।
প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের নিয়োগ পত্র বাতিল ও দূর্নীতির অডিট করার দাবী জানিয়ে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ,শিক্ষা অধিদপ্তরের ডিজি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন লুৎফর রহমান, রিয়াজ খান মিন্টু , দেলোয়ার হোসেন দেলু,মোঃ আলী ইমলান,আবুল কালাম,মোহাম্মদ আলী এহসান।