ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনূর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যকর কর্মকান্ডের কারনে কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ শে জুলাই) দুপুর দেড়টায় শহরের চাষাড়া সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে শাহাদাত হোসেন সাজনুর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।এছাড়াও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ নূর হোসেন সওদাগর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথি এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল বলেন, কোটা আন্দোলন সংস্কার কে কেন্দ্র করে জামাত-বিএনপি জোট যে ধ্বংস কার্যকলাপ করেছে তাদের প্রতিহত করতে হবে। নইলে দেশ আবার পাকিস্তানিদের অপশাসনের দিকে ধাবিত হবে।
সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন সাজনু বলেন,কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে অগ্নি সন্ত্রাস এর কারণে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।