প্রেস বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর ২০২৪(সোমবার), নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে প্রধান শিক্ষক এডভোকেট সাখাওয়াত হোসেন ভুইয়ার সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণ থেকে বিজয় র্যালি শুরু হয়। পরবর্তীতে চাষাঢ়া বিজয় স্তম্ভে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়।
বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতা অর্জন করতে পারলেও তা রক্ষার দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারিনি। এখন সময় দায়িত্ব পালনের। নিশ্চয় আমার শিক্ষার্থীরা সে দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা রাখবে। আমরা শিক্ষকরা তাদের সহায়ক শক্তি হয়ে অগ্রসর হব।”
শিক্ষার্থীদের পক্ষে ২১-২২সেশনের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, “আমরা নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা আমাদের প্রধান শিক্ষকের প্রত্যাশা পূরণের অঙ্গিকার ব্যক্ত করি। আমরা রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই সংহত করবো। পাশাপাশি কলেজ সংস্কারেও হবো সর্বাধিক অগ্রসর। কলেজের দালিলিক জটিলতা নিরসন থেকে কলেজ ব্যবস্থাপনা সংস্কার সকল দিক থেকে আমরা শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাস কার্যক্রম পরিচালনা করবো। গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ নিশ্চিত করতে প্রয়োজন কলেজ ছাত্র সংসদ। যা বিগত পুরো সময় জুড়েই ক্ষমতাসীন দলের দখলে ছিলো। আমরা এখন আর কলেজে কোনো দলীয় কিংবা ক্ষমতার আধিপত্য চাইনা। আমরা অনতিবিলম্বে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই।
বিজয়ের এই দিনে বলতে চাই, ঐক্যবদ্ধতা-সততা-দক্ষতা নিয়ে আমরা নিশ্চয়ই কলেজের ছাত্র-শিক্ষক সম্মিলিত প্রয়াসে কলেজ সংস্কারেও বিজয়ী হব।”
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী শাহেদ রোমান, কাজি মাসুম, মনিরুল ইসলাম, শাম্মি, তাহসিনা, রুনা, দোলা, রুহুল আমিন, মুন, সাজ্জাদসহ অন্যান্য শিক্ষার্থীরা।