স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
২৬ মার্চ বুধবার সকালে চাষাড়ার বিজয়স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে নারায়ণগঞ্জ মহানগর।
এর আগে শহরের আমলাপাড়াস্থ হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাড়া বিজয়স্তম্ভে এসে সমাপ্তি হয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়্র বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং নিহত শহীদদের স্মরনে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এড. সাখাওয়াত হোসেন খান বলেন,আজকের এই দিনে আমরা স্মরণ করছি যে সকল যোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। গত ১৭ বছর এই বাংলাদেশে যে সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশের ছাত্র-জনতা, যুবদল, শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে সুন্দর করে গড়ে তুলবো। যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রে শান্তিতে বসবাস করবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে সকল অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করবো।