ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলীর আদেশ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন,আবুল কালাম আজাদ স্যার ৬ মাস আগে আমাদের কলেজে যোগদান করে একাডেমিক সহ বিভিন্ন উন্নয়ন,শিক্ষার্থীদের ক্লাসে ফেরা,ভূল সংশোধনে পরীক্ষার খাতা দেখার ব্যবস্থা,ক্যান্টিন,টয়লেটের উন্নয়ন,শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও ক্লাস নেওয়ার ব্যবস্থা,আরেকটি ভবন নির্মাণের ব্যবস্থা সহ বহু উন্নয়ন,এমবিবিএস ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত চিকিৎসা প্রদানের ব্যবস্থা, শিক্ষার্থীদের সাথে সন্তানের মতো ব্যবহার করে আমাদের হৃদয়ে আসন করে নিয়েছেন। আমরা উক্ত কলেজ প্রতিষ্ঠার পর হতে এমন অধ্যক্ষ পাইনি। আমরা আজাদ স্যারকে হারাতে চাইনা।
অবিলম্বে স্যারের বদলীর আদেশ বাতিল করতে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোসাঃ গাফিফা আক্তার, শারমিন আক্তার,রাবেয়া আক্তার, রিয়া আক্তার সহ কয়েক শতাধিক শিক্ষার্থী বৃন্দ।
পরে বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসির নিকট স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থী বৃন্দ।
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,বদলী চাকুরীর একটা অংশ। আমি ৬ মাসে একাডেমিক ও অবকাঠামো গত ব্যপক উন্নয়ন মুলক কাজ করেছি। শিক্ষার্থীদের পড়ার টেবিলে নিয়ে আসতে পেরেছি। মাউশিতে ওএসডি হিসেবে পোষ্টিং দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।