স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার দাবী জানিয়ে আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি।
৭ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ম
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মাহমুদ রেজা রিপন,আনোয়ার হোসেন আনু,মনির হোসেন খান,এড.সরকার হুমায়ন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সভাপতি মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি নাজিদ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া,মহানগর মহিলা দলের সভাপতি দিলারা রহমান ময়না।
আরো বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন রানা,, মমিনুল হক বাবু, এস এম আসলাম মন্ডল,মাজহারুল ইসলাম জোসেফ,হাফেজ মামুন, নাজমুল হক, শাহেন শাহ, মাজহারুল ইসলাম হিরন, হারুন রশিদ লিটন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা আতাউর রহমান মুকুল,আবুল কাউছার আশা, সৌরভ ও নূর হোসেন সহ টিপুর উপর হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, বন্দরের আতাউর রহমান মুকুল,আবুল কাউছার আশা, সৌরভ এরা আওয়ামী লীগের দোসর।আওয়ামী লীগ সরকারের সময় তাদের সাথে আতাত করে বিভিন্ন অপরাধ করে চলেছে।এখনো আওয়ামী সরকার যাবার পর এলাকা দাবরিয়ে অপরাধ করে চলছে।তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তাই কেন্দ্র থেকেই তাদের বহিষ্কার করা হয়েছে।তাহলে তারা কিভাবে বিএনপির দলের বলে দাবী করে।তারা পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম কান্ডারি নারায়ণগঞ্জ বিএনপিকে এগিয়ে নিতে সাখাওয়াত-টিপুর কোন বিকল্প ছিলো না।এই টিপুর অবদান বিএনপি ভূলবে না।সেই টিপুকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে।এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি টিপুর উপর হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে না হলে এই নারায়ণগঞ্জ আমরা অচল করে দিবো।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, কাউছার ও মুকুল আওয়ামী লোক নারায়ণগঞ্জের কে না জানে।তারা আওয়ামী লীগের সাথে আতাত করেই এই কাজ করেছে। বিএনপির লোক যদি হতো তাহলে তারা এই কাজ করতো না।তবে এখনো সময় আসে বসে এটা সমাধান করুক।আমরা রাজপথে এক সাথে অনেক লড়াই সংগ্রাম করেছি।জেল জুলুমেরও শিকার হয়েছে।তাই তাদের অনুরোধ করবো আমাদের বিএনপি দলকে কোনভাবে যেন তারা কলুষিত না করে তাহলে আমরা আজকে মহানগর এর আহবায়ক সাখাওয়াত ভাইয়ের জন্য কিছু বলি নাই।তাদের বিরুদ্ধে যদি ৭২ ঘন্টার মধ্যে কোন একশন না নেওয়া হয় তাহলে আমরা তারা কিভাবে বাসা থেকে বের হয় এবং নারায়ণগঞ্জে থাকে তা আমরা দেখিয়ে দিবো।