স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়া এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কে কেন্দ্র করে মোহাম্মদ মাসুম মোল্লাকে হুমকি প্রদান করেছে পিতা -পুত্র।
এ ব্যাপারে মাসুম মোল্লা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মাসুম মোল্লা (৪৬), পিতা-মোঃ আব্দুল মতিন মোল্লা, সাং-২৭/২, ডি.এন রোড, নন্দিপাড়া, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,বিবাদী ১। মামুন প্রধান (৫৫), পিতা-শাহাব উদ্দিন প্রধান, ২। আনাস প্রধান (১৬), পিতা- মামুন প্রধান, উভয় সাং-ডি.এন রোড, নন্দিপাড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীদ্বয়েরর সহিত আমার পূর্বের কোন প্রকার শত্রুতা নেই। ১নং বিবাদী একটি ঈদ সামগ্রী সমিতি চালায় যা নিয়ে অজ্ঞাত একব্যক্তি ফেসবুকে ফেক একাউন্ট তৈরী করে তাতে নানান বাজে মন্তব্য করে আসছে। উক্ত আইডির পোষ্টকে কেন্দ্র করিয়া ১নং ও ২নং বিবাদী আমাকে সন্দেহ করিয়া আমাকে প্রকাশ্যে এবং ফেসবুকে বিবাদীদ্বয় মিলিত হইয়া হুমকি প্রদান করে আসছে। আমি উক্ত বিষয়ে কোন কিছু না জানা সত্বেও বিবাদীদ্বয় আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে নানান ভয়-ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। বিবাদীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ক্ষতি করিবে মর্মে হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় গত ইং ০২/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় অত্র থানাধীন উকিলপাড়া এলাকায় অবস্থানকালে ১নং বিবাদী আসিয়া আমাকে উল্লেখিত ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে আমাকে গালিগালাজ সহ আমার ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করে উক্ত স্থান ত্যাগ করে। বিবাদীদ্বয় অত্যন্ত খারাপ প্রকৃতির লোক, তারা যেকোন সময়, যেকোন মানুষের দ্বারা আমাকে সহ আমার পরিবারের উপর হামলা সহ বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে এবং প্রবনতা রহিয়াছে। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়া জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় কোন উপায়ন্তর না পাইয়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।