প্রেস বিজ্ঞপ্তি
শনিবার ১৪ ডিসেম্বর, বিকাল ৫ টা নারায়ণগঞ্জ শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী স্মরণে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুষ্পস্তবক অর্পণ করে।
গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, আমরা আজকের দিনে একাত্তর সালের সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা একইসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
নেতৃবৃন্দ আরো বলেন, গত ৫ আগষ্ট বিগত স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তারা এখনো তৎপর। তাদের দেশি-বিদেশী দোসররা তৎপর আছে।ফ্যাসিবাদের দোসররা নানাভাবে এদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। আমরা দেখছি, বিগত স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম, তাদের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশকে সারাবিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা। ১৯৭১ সালের গণমানুষের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ২৪ সালের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সবাইকে সহায়তা করবে।
আমরা সকল রাজনৈতিক দলগুলোকে ন্যূন্যতম গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য ঐক্যের আহ্বান জানাই।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সৌরভ সেন প্রমুখ।