ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মতবিনিময় সভায় যোগদান করেছেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাসুদ ভুঁইয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন স্থান হতে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করে। এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ মাসুদ ভূইয়ার নেতৃত্বে মতবিনিময় সভায় যোগদানকালে উপস্থিত ছিলেন, এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য মোঃ রিদয়, ছাত্রলীগ নেতা সিয়াম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আহম্মদ হোসেন রাজু, ৫ নং ওয়ার্ড এনায়েত নগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, ফটো সাংবাদিক সেলিম,সাংবাদিক কমল রায় সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ।
মতবিনিময় সভা শেষে যুবসমাজের আইকন অয়ন ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হাজ্বী মোঃ মাসুদ ভূইয়া। এ সময় অয়ন ওসমান মাসুদ ভূইয়াকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।