স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ১১ মাস যাবত সরকারি বেতন ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে গোগনগর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিক জাফর চৌধুরীর গাফলতির কারণে আমরা গত ১১ মাস যাবত সরকারি বেতন ভাতা পাচ্ছি না।
অথচ অন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার দের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে অনেক আগেই।
এতে করে আমাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা আরো বলেন, মন্ত্রণালয় হতে চেক পাশ হলেও ইউএনওর রহস্যজনক কারণে আমরা বেতন বা সম্মানী পাচ্ছিনা।
সদর উপজেলা নির্বাহী অফিসার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের বেতন ভাতাদি বন্ধ করে রেখেছেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর সাদিক চৌধুরীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা ডিসি অফিস বলতে পারবে। সেখানে ডিডিএলডি শাখা রয়েছে সেখান থেকে পাশ হয়ে আসলে আমরা দিয়ে দিব। এক বছর নয় আরো কম সময় হবে। ওরা হয়তো বেশী বলেছে।