ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি ফ্যাক্টরির ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আগুনের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ইপিজেডের ‘ইউ এইচ এম লিমিটেড’ (উর্মী গ্রুপ) নামক গার্মেন্টসের ঝুটের গোডাউনের পেছনের অংশে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
এ বিষয়ে ইউ এইচ এম লিমিটেড গার্মেন্টসের অ্যাডমিন ম্যানেজার আরমান বলেন, ফ্যাক্টরির ভবনে আগুন ধরেনি, ধরেছে ঝুটের গোডাউনে। এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, আগুনের খবর শুনে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না।