ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ বিজয়ের ৫৪তম দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসি বলেই ছাত্র জনতার আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে বঙ্গঅভিভাবক পীর সাহেব চরমোনাই হুজুরের আহ্বানে নারায়ণগঞ্জের রাজপথে নেমে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। মনে রাখবেন পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠিত না হলে বৈষম্য দূর হবে না। সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে থানা সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সকাল ১০টায় ডাচ্ বাংলা ব্যাংক চত্বরে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মুহা সুলতান মাহমুদ আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারলে বিজয় দিবসের উদযাপন সার্থক হবে। আজ বিজয়ের ৫৪ তম বছরে এসে আমরা কী দেখি ডাস্টবিনে মানব শিশু ও কুকুর খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। এই বাংলাদেশ কারও কাম্য ছিলো না।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর জয়েন্ট সেক্রেটারি ডা মুহাম্মদ সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা সিরাজ মোল্লা, থানা যুব আন্দোলনের সভাপতি মুহা নাসির উদ্দীন, থানা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা আমির হামজা, প্রকাশনা সম্পাদক মুহা ওমর ফারুক সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ।