প্রেস বিজ্ঞপ্তি:
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৪ জুন ২০২৪ খ্রিষ্টাব্দে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় র্যাবের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ২৪ জুন এ সকল চাদাঁবাজদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হচ্ছেন সিদ্ধিরগঞ্জের মোবারক হোসেনের ছেলে মো.হৃদয়, পাগলা দেলপাড়া এলাকার মো.মোহসীনের ছেলে মো.সাজ্জাদ,ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকার মৃত.আবদুর রহিমের ছেলে মো.আল আমিন,সিদ্ধিরগঞ্জ মুক্তিনগর এলাকার মৃত.রফিকের ছেলে মো.ইমরান,সোনারগাঁ রিবারদী পশ্চিমপাড়া এলাকার মৃত.মোতালের হোসেনের ছেলে মো.কামাল হোসেন,সিদ্ধিরগঞ্জ আদর্শনগর এলাকার সাহাজউদ্দিনের ছেলে মো.সাদ্দাম।
র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃরা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বিভিন্ন রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে বিভিন্ন পরিবহণে চাঁদাবাজি করার উদ্দেশ্যে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরণের পরিবহণ থেকে চাঁদাবাজি করে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব ১১’র গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত চাঁদাবাজ চক্রের সদস্যদের চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।