নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সোয়া ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা নিহত ব্যাক্তিকে কোন ইজিবাইক চালকের মনে করছেন,তারা জানান রাতের কোন এক সময় হয়তো ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে তারা । নিহত ব্যাক্তির পকেটে তার ব্যাবহৃত মোবাইলটি পাওয়া গেছে ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মঞ্জুরুল জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে হতে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেছি, পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।