ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জে একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুপালি (২০) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাড়াঁল ৩ জনে।
রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে। এর আগে গত ৩ মার্চ ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ৮ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রূপালীর সকাল পৌনে ৬টার দিকে মৃত্যু হয়। তার শরীরে ৩৪ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে তিনজনের মৃত্যু হয়।